Google AdSense Account Approval Trick 2022 | গুগল এডসেন্স পাওয়ার উপায়

Google AdSense account approval ! সম্পর্কে এখন অনেকেই জানতে চান। বন্ধুরা, যেমনটি আমরা জানি, যদি আমাদের ওয়েবসাইট বা ব্লগ থেকে online taka income করতে চাই, তবে আমাদের সম্পূর্ণ অনুমোদিত গুগল এডসেন্স account থাকতে হবে। তাই আজকে আপনাদের গুগল এডসেন্স পাওয়ার উপায় ২০২২ সম্পর্কে জানাবো।



Above all, এই পোস্টে ৭ টি গুগল এডসেন্স পাওয়ার উপায় সম্পর্কে বলবো, কেননা আমি একাধিক Google AdSense account approval করিয়েছি এখন পর্যন্ত।


Google AdSense approval 2022 এখন অনেক কঠিন, তবে নিয়ম মেনে আপনি সহজেই পেতে পারেন গুগল অ্যাডসেন্স। তাই গুগল এডসেন্স পাওয়ার উপায় সমূহ আপনাকে ভালো ভাবে জানতে হবে।


Also read: ডিজিটাল মার্কেটিং কি? 


বর্তমানে গুগল অ্যাডসেন্স একমাত্র বিজ্ঞাপন নেটওয়ার্ক যা সমস্ত বিজ্ঞাপন নেটওয়ার্ক গুলি থেকে বিশ্বস্ত এবং নিয়ম মেনে কাজ করে থাকে।


অনলাইন থেকে লোকের টাকা আয় বাড়াতে ও আরও বেশি আয় করতে সহায়তা করে থাকে গুগল। তাই ২০১৭ থেকে গুগল বাংলা লিখা সাইটকে ও approval দিচ্ছে।


তবে যতই সময় যাচ্ছে বাংলা লেখা ব্লগ গুলিতেও গুগল অ্যাডসেন্স approval পেতে সমস্যা হচ্ছে। যদি Google AdSense account approval trick in Bangla জানতে চান তবে আমাদের সাথে থাকুন।


For instance, যখন আমরা আবেদন করি আমাদের ওয়েবসাইট বা ব্লগের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনুমোদনের জন্য, খুব কম মানুষেই সহজে অনুমোদন পেয়ে থাকেন।


Above all, এর পিছনে সবচেয়ে বড় কারণটি কী এবং গুগল এডসেন্স পাওয়ার উপায় কি কি তা আপনাকে জানতে হবে।


মনে রাখবেন আমরা কেন অনুমোদন পাইনা তা জানিনা। অন্যান্য লোকেরা গুগল এডসেন্স পাওয়ার পর আপনাকে সঠিক তথ্য দেয়ানা।


আপনি ইন্টারনেটে এমন অনেক টিউটোরিয়াল পান যা কেবল আপনাকে বিভ্রান্ত করবে।


গুগল এডসেন্স পাওয়ার উপায় এবং আপনি কিভাবে অনুমোদন পাবেন তবে আপনি না জানেন তবে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনুমোদনের বিষয়ে উদ্বিগ্ন হবেন না।


Therefore, এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন কারণ আমরা এই পোস্টে গুগল AdSense approval trick in Bangla, এই সমস্ত জিনিস জানিয়েছি যার দ্বারা আপনি পারেন আপনার গুগল অ্যাডসেন্স একাউন্ট আপ্রুভ করিয়ে নিতে।


Google AdSense কি? | গুগল এডসেন্স কি বাংলায়

বন্ধুরা গুগল এডসেন্স হচ্ছে অনলাইন বিজ্ঞাপন প্রদানকারি নেটওয়ার্ক। যা গুগলের পক্ষ থেকে পরিচালনা করা হয়।


So, Google AdSense is advertising agency work all over the world. ব্লগারদের পছন্দের সেরা একটি advertising NETWORK Google AdSense.


Above all, সবার আগে আপনাকে জানতে হবে গুগল এডসেন্স একাউন্ট টি কেন আমাদের ওয়েবসাইট বা ব্লগের জন্য অনুমোটি দিচ্ছে না, যদি আপনি এটি জানেন তবে আপনাকে 100% অনুমোদন পেতে সাহায্য করবে এই পোস্ট।


কারণ যখন আপনি সেই সমস্যার সমাধান করবেন আপনার ওয়েবসাইট বা ব্লগ তখনি গুগল এডসেন্স পাওয়ার জন্য উন্নিত হবে।


সমস্যা গুলি সমাধান করে আপনি খুব সহজেই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট approval পেতে পারেন।


For instance, মনে রাখবেন আমার এই সাইট ndtv24.com গুগল এডসেন্স approval পেতে আমাকে তিন বার চেষ্টা করতে হয়েছিল।


Above all, প্রথম দুই বার আমার আপনাকে গুগল এডসেন্স রিজেক্ট করে দেয়। সাথে থাকুন সকল বিষয়ে জানতে পারবেন।


গুগল এডসেন্স পাওয়ার উপায় । কেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট approval হচ্ছে না

বন্ধুরা গুগল এডসেন্স approval পেতে আপনাকে গুগলের দেয়া কিছু নিয়ম মেনে চলতে হবে। তবেই আপনি সহজে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট approval করিয়ে নিতে পারবেন।


approval করতে আপনি বিষয় গুলির উপর লক্ষ্য রাখেলে আপনি সহজেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট approval করিয়ে নিতে পারবেন।


1. Website Or Blog design – ব্লগ নকশা

প্রথমত, Google AdSense approval পেতে আপনাকে নিজের website customization করতে হবে, গুগলের কিছু নিয়ম মেনে।


আপনার ওয়েবসাইটে একটি Simple and Professional Theme/templates ইন্সটল করে mobile friendly responsive design রাখতে হবে।


তবে আপনার থিমে navigation পদ্দতি ভালো হলে আপনাকে Google AdSense approval পেতে সাহায্য করবে।


2. USE CUSTOM DOMAIN NAME 

আপনি Blogger OR wordpress যে প্ল্যাটফরম ব্যাবহার করেন না কেন আপনাকে অবশ্যই একটি custom domain name ব্যাবহার করা উচিৎ।


custom domain name আপনার একটি পার্সোনাল ব্রেন্ডিং করতে সাহায্য ছাড়াও গুগল এডসেন্স পেতে সহয়তা করবে।


3. WRITE HIGH-QUALITY CONTENT

Content is the King – অর্থাৎ আপনার লেখা গুলিই আপনার জন্য রাজা। Content বা আপনার লেখা আর্টিকেল গুলি ইউনিক হলে আপনি দ্রুত Google AdSense approval পাবেন এটা ১০০% সত্য।


High-quality content and unique content আপনাকে অন্যের থেকে আলাদা করবে।


অনেক নতুন ব্লগার, তারা অন্যের অনুলিপি করে content লিখে থাকেন এবং ভাবেন আমরা আমাদের নতুন সামগ্রী তৈরি করেছি।


তবে আপনি জেনে রাখুন গুগল বর্তমানে তেমন বোকা নয়। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি কপি কনটেন্ট দ্বারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনুমোদন পাবেন, তবে স্বপ্ন দেখা ভুলে যান।


Google AdSense approval পেতে আপনার প্রতিটি পোস্ট কমপক্ষে 500 শব্দ বিশিষ্ট হলে ভালো এবং 100% original হওয়া উচিত।


এটি আপনার AdSense approval সম্ভাবনা 90% বৃদ্ধি করে। আপনি আপনার article যত বেশি বিস্তারিত বর্ণনা করবেন এটি আপনার ব্লগের পক্ষে তত ভাল।


4. Blog Domain Age – আপনার ডোমেন বয়স 

Google গাইডলাইন অনুসারে, এশিয়ার কয়েকটি দেশে অ্যাডসেন্স সম্পর্কিত কিছু নিষেধাজ্ঞার ব্যবস্থা করা হয়েছে।


তদনুসারে, বর্তমান সময়ে আপনি 6 মাসের আগে অ্যাডসেন্সের জন্য আবেদন করলে আপনি গুগল অ্যাডসেন্সের অনুমোদন পাবেন না।


বা তবে আপনার আবেদন প্রত্যাখ্যান করার অনেক সম্ভাবনা রয়েছে। তবে content ভালো হলে google বেশি দেরি করে না।


কেননা আমি আমার একটি ব্লগে গুগল অ্যাডসেন্সের অনুমোদন পেয়েছি মাত্র ২ মাসে।


তবে এই ব্লগে আমার সমস্ত content গুলি উচ্চমানের ছিল। যা আপনারা দেখতে পাচ্ছেন।


NOTE: বেশিরভাগ সময় আপনার কনটেন্ট যদি ফ্রেশ হয় তবে ডোমেন age কোন ফ্যাক্টর না।  তাই আপনি এই বিষয়টি নিয়ে চিন্তা একদমই করবেন না তবে এক্সপার্টদের এরকম ধারণা। তাছাড়া গুগল তাদের পলিছি প্রায়ই পরিবর্তন করে থাকে।


5. CREATE IMPORTANT PAGE 

আপনি যদি একটি Google AdSense account approval পেতে চান তবে important Page গুলি Create করে নিতে হবে।


About us, Contact us, Privacy policy, Disclaimer পেজ তৈরি করতে হবে।


২০২০ সাল পর্যন্ত আপনি Disclaimer page তৈরি না করলেও গুগল AdSense approval পাওয়া যেত, কিন্তু বর্তমানে approval পেতে Disclaimer page ও তৈরি করা জরুরী।


6. SUBMIT YOUR WEBSITE TO GOOGLE

google webmaster tools দৈনিক ভিত্তিতে ওয়েবসাইট পর্যালোচনা কতে থাকে।


বন্ধুরা google webmaster tools নতুন নাম Google Search Console এ আপনার ওয়েবসাইট connect করুন এবং ওয়েবসাইট সম্পর্কে গুগল থেকে ডেটা দেখতে পাবেন।


7. Blog/ Website Visitor

Google real visitor পছন্দ করে, Google AdSense account approval পেতে যখন আপনার সাইটে google search results থেকে কিছু visitor আশা জরুরী।


প্রথম দিকে সামাজিক যোগাযোগ সাইট থেকে visitor বেশি নিবেন না।


আপনি আপনার ব্লগের জন্য visitor ক্রয় করতে পারেন, তবে তার জন্য আপনাকে অ্যাডসেন্স approval ভুলে যেতে হবে।


কারণ অ্যাডসেন্স পেইড ট্র্যাফিক পছন্দ করে না। এমনকি যদি আপনার অ্যাকাউন্ট approval হয় তবে এটি হারাতে আপনার খুব বেশি সময় লাগবে না।


যদি প্রতিদিন 50 জন real visitor আপনার ব্লগে আসে তবে Google AdSense account approval করতে আবেদন করুন, যা আপনার গুগল এডসেন্স পাওয়ার উপায় কে সহজ করবে।


যদিও গুগলে আপনার ভিজিটর সম্পর্কে কখনো বলে না। তবে আমি আপনাকে বলছি আপনি এমনটা করবেন।


NOTE: প্রতিদিন লোকেরা যে সকল কিউরি গুগলে সার্চ করে থাকেন তার মধ্যে 90% একজ্যাক্টলি ম্যাচ রেজাল্ট গুগলের কাছে থাকে না। তাই আপনি যদি গুগলে সার্চ হয়, এমন বিষয়ে ইউনিক পোস্ট লিখতে পারেন তবে ভিজিটর কখনোই ফ্যাক্টর হবে না। আমাদের দেশে ব্লগারদের মধ্যে লক্ষণীয় হচ্ছে একই বিষয়ের উপর অনেকেই ব্লগ চালু করে থাকেন, তাই অ্যাডসেন্সে পেতে সমস্যা হয়। তাই চেষ্টা করুন কিছু ইউনিক বিষয়ে পোষ্ট লিখার জন্য তারপর অ্যাডসেন্সে অ্যাপ্রভাল এর জন্য পাঠান। 


Google AdSense account approval trick হবে ১০০% টিপস 

আপনার ব্লগে ব্যবহারকারী- বান্ধব Categories, Menus, Footer and Header তৈরি করুন এবং ভালো মানের নতুন content ওয়েবসাইটে লিখুন। 


অ্যাডসেন্স approval না পাওয়া পর্যন্ত আপনি অ্যাডসেন্স বিকল্প কোন অ্যাড নেটওয়ার্ক ব্যাবহার করবেন না।


In addition, গুগল এডসেন্স পেতে প্রথম ৩০ টি পোস্ট ১০০০ ওয়ার্ড এবং 100% plagiarism free check করে আপনার ওয়েবসাইট পোস্ট করুন।


তবে পোষ্টের এই সংখ্যার সকল ক্যাটাগরিতে প্রযোজ্য নয়।


কিছু এমন ক্যাটাগরি রয়েছে যে সকল ক্যাটাগরিতে 4 থেকে 10 টি পোষ্ট লিখেও গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পাওয়া যায়। 


গুগল এডসেন্স একাউন্ট ক্রিয়েট (adsense account create) করার জন্য সব সময় আপনার একটি জিমেইল আইডি ব্যবহার করবেন। জিমেইল আইডিতে আপনার নিজের নাম আপনার ভোটার আইডি কার্ড অনুসারে লিপিবদ্ধ করুন। 


নিজের মোবাইল নাম্বার দিয়ে জিমেইল আইডি টি ভেরিফাই করে নিন।


লক্ষ রাখবেন এই মোবাইল নাম্বারটি অন্যকোন জিমেইলে ব্যবহার করা হয়ে থাকলে এবং ওই জিমেইল থেকে গুগোল অ্যাডসেন্সে এর জন্য আবেদন করা হলে,  আপনার বর্তমান জিমেইল এর জন্য ওই নাম্বারটি ব্যবহার থেকে বিরত থাকুন। 


মনে রাখবেন যদি কখনো আপনি গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করে থাকেন এবং আপনার কাছে একটি google-adsense থাকে তবে ঘরের অন্য কারো নামে নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট ব্যাবহার করে adsense account create করবেন কেননা একই নামে গুগোল একটি google adsense account create করার সুযোগ দিয়ে থাকে। 


গুগল এডসেন্স একাউন্ট তৈরি করার জন্য এখানে ক্লিক করুন।


এই পোস্টে, আপনাকে কীভাবে আপনি আপনার গুগল এডসেন্স পাওয়ার উপায়, যত তাড়াতাড়ি সম্ভব অনুমোদন পেতে পারেন তা বলা হল।


সেরা ৭ টি উপায় বলে দেওয়া হয়েছে, Google AdSense account approval trick in Bangla অনুসরণ করে আপনি সহজেই Success পেতে পারেন।


ব্লগিং সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন। Join korun amader Facebook page. 


দ্রুত গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায়?

দ্রুত গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে ইউনিক পোস্ট লেখার চেষ্টা করুন বিস্তারিত তথ্য সহকারে। তবেই দ্রুত গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে পারেন আপনি।


গুগল এডসেন্স এর কাজ কি?

গুগল এডসেন্স হচ্ছে মূলত কনটেন্ট ক্রিয়েটর এবং গুগলের সাথে কমিউনিকেট তৈরি করার একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে গুগোল কন্টেন্ট ক্রিকেটারদেরকে টাকা আয়ের সুযোগ দিয়ে থাকে, তাদের লেখা এবং তাদের তৈরি করা ভিডিও গুলো থেকে।

Share on Google Plus

About NDTV24

0 comments:

Post a Comment