আমরা গত দুই তিন পর্বে জেনেছি কিভাবে ব্লগস্পট সাইট খুলতে হবে। এসইও সেটিং ঠিক করতে হবে এবং কীভাবে পোস্ট লিখতে হবে ইউনিক ভাবে। আগের দিন আগের পোস্টগুলো যদি না দেখে থাকেন তাহলে নিচের লিংক হতে আগের Adsense requirements পোস্ট গুলো দেখে নিন।
Adsense requirements - গুগল এডসেন্স এপ্রুভ এর জন্য কত ওযার্ড এর পোষ্ট লিখতে হবে
Adsense approval পেয়েছি or পাচ্ছে তাদের কথা অনুযায়ী বুঝতে পারি যদি আপনার ব্লোগ এর বিষয়। যে বিষয়ের উপর লিখছেন সে বিষয়ে নিয়মিত লেখা যায়। সে ক্ষেত্রে আপনি পোস্টগুলো অবশ্যই চেষ্টা করবেন এক থেকে দেড় হাজার শব্দের মধ্যে লেখার।
Google Adsense approval এর জন্য কি পোস্টে ছবি ব্যবহার করা জরুরি
গুগোল Adsense approval কি বাংলা কন্টেন্ট লিখে পাওয়া যাবে
কপি পেস্ট করে কি Google Adsense approval নেওয়া যাবে
গুগল Adsense অ্যাপ্রুভাল এর জন্য কতটি পোস্ট প্রয়োজন
Adsense requirements এ বিষয়ে গুগোল কোন তথ্য জানায়নি। কিন্তু প্রতিনিয়ত যারা Adsense approval পাচ্ছে, তাদের উত্তর এর ধরন এবং আর্টিকেলের বিষয়বস্তুর ওপর আমরা আপনাকে যে ধারণা গুলো দিতে পারি।
১। এক হাজার এর বেশি ওয়ার্ড হলে এবং প্রতিটি পোস্ট যদি সম্পূর্ণ ইউনিক কপিপেস্ট মুক্ত এবং সহজলভ্য হয় সে ক্ষেত্রে আপনি 25 থেকে 30 টি পোস্টে
Adsense approval পাবেন।
- ২। যদি আপনার পোস্টগুলো 400 থেকে 500 শব্দের মধ্যে হয় সে ক্ষেত্রে আপনি 50 টি পোস্ট করে গুগল adsense approval এর জন্য এপ্লাই করতে পারবেন।
- ৩। এখানে আপনার পোস্টগুলো শুধুমাত্র পোস্ট করলেই হবেনা। গুগোল আপনার পোস্টগুলো কাউন্ট করবে আপনার কতগুলো পোস্ট গুগলে ইনডেক্স রয়েছে সেই বিষয়ের উপর ভিত্তি করে।
আমার সাইডের কতগুলো পোস্ট Google index হয়েছে
গুগোল Adsense approval এর জন্য সাইটের বয়স কতদিন হতে হবে
Adsense requirements এ ম্যাটার করে। আপনার সাইটের বয়স যদি খুবই কম হয় তাহলে এমনিতেও আপনার ভিজিটর অনেক কম থাকবে। সাথে আপনি যদি একসাথে অনেকগুলো প্রশ্ন করেন গুগল আপনাকে ফ্রড ভাবতে পারে।
গুগোল adsense approval এর জন্য আপনার সাইটে কত ভিজিটর প্রয়োজন
প্রথমদিকে আপনি গুগল সার্চ থেকে খুব কম পরিমান ভিজিটর পাবেন। সে ক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লিংক শেয়ার করার মাধ্যমে আপনি আপনার সাইটে ভিজিটর আনতে পারবেন। এর জন্য আপনি ফেসবুক এর মাধ্যমে কাজ করতে পারেন। এছাড়াও অনলাইনে সার্চ করে হাজার হাজার সোশ্যাল মিডিয়া লিংক সমুহ আছে যেগুলোতে আপনি লিংক শেয়ারের মাধ্যমে ভিজিটর পাওয়ার সম্ভাবনা রাখেন।
google adsense approval পেতে কতদিন লাগে
Google adsense রিজেক্ট করলে কি করবেন
গুগল এ্যাডসেন্স এপ্লাই এর ক্ষেত্রে আপনি চেষ্টা করেন একটি প্রিমিয়াম থিম। আর দিয়ে আপনার ওয়েবসাইটকে কাস্টমাইজ করার পর এপ্লাই করার। আমি যদি প্রিমিয়াম থিম ব্যবহার করতে না পারেন না কিনতে পারেন গুগলে সার্চ করে গুগল থেকে কোন প্রিমিয়াম থিম নিয়ে ব্যবহার করা অনুচিত বলে মনে করি। সে ক্ষেত্রে আপনি https://gooyaabitemplates.com/ এই ওয়েব সাইট হতে ভাল দেখে একটি থিম নিতে পারেন। যদিও আপনি ফ্রি ভার্সন ডাউনলোড করবেন তার পরেও যদি আপনি এরকম ট্রাস্টেড কোন ওয়েবসাইট থেকে আপনার ব্লগ সাইটের জন্য থিম নিয়ে ব্যবহার করেন। সে ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে কোন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা একদমই নাই বললেই চলে।
আমরা অবশ্যই থিম কাস্টমাইজেশন শেখাবো। আর সেখানে আমরা অবশ্যই ভালো কিছু থিম এর নাম সহ কিছু প্রিমিয়াম থিম আপনাদের কে ফ্রিতে দিয়ে দিব।
একটি ওয়েবসাইট খোলার পর step-by-step adsense requirements কিছু ঠিক করে নিন। আমরা আমাদের এই ব্লগ সাইটে step-by-step সকল বিষয়ে দেখিয়েছি একটি ব্লগ কিভাবে খুলবেন কিভাবে এসইও করবেন।
গুগল adsense approval সম্পর্কিত কারো কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য সরাসরি আমাদের কন্টাক ফোরামে আপনার নাম নাম্বার এবং ইমেইল দিয়ে আপনার মন্তব্য লিখে রাখুন আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।
0 comments:
Post a Comment