গুগোল একটি ওয়েবসাইটকে ইনডেক্স করার প্রথম শর্ত হচ্ছে ওয়েবসাইটের কে সঠিক ভাবে সার্চ কনসলে যুক্ত করতে হবে। এবং সঠিকভাবে সাইটম্যাপ সাবমিট করতে হবে।
তবে শর্ত হচ্ছে আপনার পোস্টগুলো ইউনিক হতে হবে। আপনার পোষ্ট গুলো যদি কপি পেস্ট করা হয় সে ক্ষেত্রে পোস্টে ইনডেক্স করার পরেও কিছুদিন পরে আর সেগুলো গুগোল এ থাকবে না।
গুগোল এ কিভাবে সার্চ কনসলে একাউন্ট খুলতে হয় এবং কিভাবে সাইটম্যাপ সাবমিট করতে হয় বিস্তারিত জানুন
এখন কথা হল আপনি গুগল সার্চ করলে সঠিক ভাবে সবকিছু সাবমিট করেছেন। তার পরবর্তী কাজ কি?
প্রাথমিকভাবে একটি ওয়েবসাইট গুগলে ইনডেক্স হতে 15 হতে 30 দিন সময় লাগে। যদি আপনার পুরাতন ওয়েবসাইট হয় সে ক্ষেত্রে 7 থেকে 15 দিনের ভিতরে হয়ে যাবে।
তাই আপনার সাইট গুগল সার্চ কনসোলে যুক্ত করার পর গুগলকে কিছুটা সময় দিন অটোমেটিক পোষ্টগুলো ইন্ডেক্স হয়ে যাবে। তার পরেও যদি কোন কারনে গুগলে পোস্ট করে ইন্ডেক্স না হয় সেক্ষেত্রেও ইনডেক্স করার অনেক উপায় আছে।
গুগলে ইনডেক্স করার প্রসেসিং এর এই সময়টা নির্ভর করে সম্পূর্ণ আপনার ওয়েবসাইটের কোয়ালিটির উপর। এবং গুগোল আপনার ওয়েবসাইটে কিভাবে দেখছে সেটার উপর।
এখন কথা হচ্ছে আপনি গুগল সার্চ কনসোলের সবকিছু সঠিক ভাবে যুক্ত করেছেন পাঁচ সাতদিন সময় হয়ে গিয়েছে কিন্তু আপনার কোন পোস্ট গুগলে ইনডেক্স হচ্ছে না। এখন আপনার যা করণীয়। ইনডেক্স করার বিভিন্ন উপায় আছে তার মধ্যে কিছু উপায় আমি নিম্নে উল্লেখ করলাম।
লিংক সাবমিট উপায়
আপনার ওয়েবসাইটের লিংক শেয়ার করতে হবে। আপনার ওয়েবসাইটের লিংক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন, যেমন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ থাম্বেলার, প্রিন্টারেস্ট এছাড়াও বিভিন্ন সাইটে আপনার প্রতিটি শেয়ার করুন।
অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোতে তেমন ফিডব্যাক না পেলেও ফেসবুকের মাধ্যমে বেশি বেশি শেয়ার করে আপনি ভালো ভিজিটর পাবেন। যখন আপনার ওয়েবসাইটে ভিজিটর আসতে থাকবে তখন আপনার ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে।
বিভিন্ন পিং সাইটে লিংক সাবমিট করা
google a pink site লিখে সার্চ করলে আপনারা পিঙ্ক সাইটের লিস্ট পেয়ে যাবেন। এখন এই সমস্ত সাইডে আপনার পোষ্টের লিংক সাবমিট করুন।
ইন্টার লিংকিং করুন
যদি আপনার সাইটের কোন 2-1 টি পোস্ট গুগলে ইনডেক্স হয়ে যায়। তাহলে আপনার যে লিংক গুলো ইন্ডেক্স হয় নাই সেই লিঙ্ক গুলো যে পোস্টগুলো ইন্ডেক্স হয়েছে সেই পোস্ট গুলোর ভিতর ইন্টার লিংকিং করে দিন।
ইন্টার লিংকিং কিভাবে করবেন?
উদাহরণস্বরূপ আপনার এই পোস্টটি গুগলে ইনডেক্স হয়নি সেই পোষ্টের লিংক কপি করবেন। কপি করার পর যে লিঙ্কটি গুগলে ইনডেক্স হয়েছে সেই পোস্ট ওপেন করবেন এখন যেকোন একটি জায়গায়, যে লিঙ্কটি কপি করেছিলেন সেইলিং এর পোস্ট টাইটেল সম্পর্কিত একটি লাইন লিখুন এখন সেই লাইনটিতে এই লিংকটি যুক্ত করে দিন।
প্রতিটি পোস্ট পাবলিস্ট করার পর আপনার সার্চ কোন স্কুলে গিয়ে সাইট ম্যাপ আপডেট করে দিবেন। এবং আপনার পোস্টে মেনুয়ালি ইনডেক্স এর জন্য রিকোয়েস্ট করে দিবেন।
কিভাবে মেনুয়ালি পোস্ট ইন্টেক্স এর জন্য রিকোয়েস্ট করবেন
সরাসরি আপনার গুগল সার্চ কনসোলে চলে যান, সেখানে দেখবেন সার্চ করার একটি ঘর আছে। সেই ঘরে ক্লিক করুন। এখন আপনি সম্প্রীতি যে পোস্টটি পাবলিস্ট করেছেন সেই লিংকটি কপি করে নিয়ে সার্চের ঘরে পেস্ট করে দিন।
এখন সার্চ করার পর এরকম একটা অপশন দেখাবে
এখন আপনি আপনার লাইভ টেস্ট এ ক্লিক করার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার পোস্টে কোন সমস্যা আছে কিনা। যদি পোস্টে কোন সমস্যা না থাকে তাহলে তারা সবুজ লেখা দিয়ে দেখাবে আপনার সবকিছু ঠিক আছে। গুগোল এ সময় লাগছে কিছু দিন গুগোল টেক্সট করে নিবে।
- আপনি ওখান থেকে রিকোয়েস্ট ইনডেক্সিং অপশনে চেপে রিকোয়েস্ট ইনডেক্সিং করে দিন।
প্রতিটা পোস্ট করার পরে, প্রথমে গুগল সার্চ কনসোল এগিয়ে আপনার সাইট ম্যাপ সাবমিট করে দিন, তারপর সেই পোষ্টটি ইন্ডেক্স করতে যাচ্ছেন সেই পোষ্টের লিঙ্ক দিয়ে সার্চ করুন এবং মিনিমালি ইন্ডিজের জন্য রিকোয়েস্ট করে দিন।
- তারপরে উপরের কাজগুলো করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লিংক শেয়ার করা এবং পিংক করা।
এভাবে আপনি প্রতিনিয়ত পোস্ট করার পর উপরোক্ত সকল কাজগুলো করতে থাকবেন। তাহলে আশা করি কিছুদিনের ভিতর আপনার সকল পোস্ট আস্তে আস্তে ইন্ডেক্স হয়ে যাবে।
- অন্যদিকে আপনার সাইটের বয়স বাড়বে যার ফলে অ্যাডসেন্সে অ্যাপ্রভাল এর ক্ষেত্রে রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম হয়ে যাবে।
প্রতিদিন অথবা দুই দিন পর পর বা 2-4 দিন পর পর একটা করে পোষ্ট করার অভ্যাস করুন।
আপনি যদি কোন সাইডে অনেকদিন যাবত কোন পোস্ট না করেন অথবা পুরাতন পোস্ট গুলো আপডেট না করেন। সে ক্ষেত্রে গুগল আপনার নতুন কোন পোস্ট ইন্ডেক্স করবে না।
- আপনি কোন ওয়েবসাইট খোলার আগে অবশ্যই সেই বিষয়ে কিছু কিওয়ার্ড জোগাড় করে রাখুন। এবং প্রতিনিয়ত সেই কিবোর্ড এর উপর লেখালেখি করুন।
এরকম করে যতদিন পর্যন্ত গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পাননি ততদিন পর্যন্ত আপনার প্রতিনিয়ত লেখালেখি করতে হবে।
- আপনি যদি প্রতিনিয়ত ব্লগে লেখালেখি না করেন, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 25 থেকে 30 টা পোস্ট করার পর আপনার ব্লগের জন্য এসইও করতে হবে।
যাতে আপনি আপনার ওয়েবসাইটে ভালো পরিমাণে অর্গানিক সার্চের ভিজিটর পেতে পারেন। এছাড়া আপনি অ্যাডসেন্সে অ্যাপ্রভাল আম পাবেন না।
- গুগোল ইনডেক্সিং এর সবথেকে কার্যকর পদ্ধতি হচ্ছে গুগল নিউজের সাইটকে অ্যাপ্রভাল দেওয়া।
আমার প্রতিটা সাইট গুগোল নিউজ অ্যাপ্রভাল নেওয়া আছে। যার ক্ষেত্রে আমি পোস্ট করার পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে প্রতিটি পোস্ট গুগলে ইনডেক্স হয়ে যায়। গুগোল নিউজ অনেকেই নিতে চায় না কারণ গুগোল নিউজ অ্যাপ্রভাল নিলে গুগোল আপনার ওয়েব সাইট সম্পর্কিত সকল তথ্য জানে সে ক্ষেত্রে অবশ্যই সবকিছু ইউনিক হতে হয়।
- গুগোল নিউ ওয়েবসাইট কিভাবে অ্যাপ্রভাল নেবেন
গুগল এডসেন্স সম্পর্কিত কারো কোন প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের কন্টাক্ট ফর্ম এ দেখতে পারেন। অথবা নিচের কমেন্ট বক্সে কমেন্ট এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
যদি কারো পোস্ট গুগলে ইনডেক্স করাতে খুব বেশি সমস্যা হয়। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা খুব অল্প কম মূল্যে আপনার ওয়েবসাইটে সকল পোস্ট ইন্ডেক্স করিয়ে দিব।
- সাথে আপনার ওয়েবসাইটে গুগোল নিউজ অ্যাপ্রভাল করিয়ে দিব।
সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে পোস্ট করলে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে গুগলে ইনডেক্স হয়ে যাবে।
এছাড়াও কেউ যদি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান সে ক্ষেত্রে নিচের ইমেইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
Email: contact@jobmarketbd.xyz
ndtv24.com এটা আমাদের সরকারি চাকরির ওপর নির্ধারিত একটি ওয়েবসাইট।
আপনি যদি বাংলাদেশের সরকারি জন্য ফরম পূরণ করেন প্রতিনিয়ত। সে ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইট আপনার অনেক কাজে আসতে পারে।
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ওয়েবসাইট ভিজিট করার জন্য।
0 comments:
Post a Comment