Google news approval way গত পর্বে আমরা জেনেছি গুগোল নিউজ দিয়ে একটা ওয়েবসাইটে 5 থেকে 10 মিনিটের ভিতরে প্রতিটা পোস্ট ইন্ডেক্স করা যায়। আজকের পড়বে গুগোল নিউজ সম্পর্কিত সকল তথ্য জানবো।
গুগল নিউজ কি - what is google news
কেনো গুগল নিউজ এপ্রুভ নিতে হবে- why need to approval google
কিভাবে গুগোল নিউজ এপ্লাই করবেন?
গুগোল নিউজ এপ্লাই করার জন্য সরাসরি https://publishercenter.google.com/ এই লিংকে ক্লিক করুন। (ফোনের ব্রাউজার এ চালালে অবশ্যই ডেক্সটপ মুডে করে নিবেন। না হলে কিছু টা সমস্যা হবে।)
এবার add publication এ ক্লিক করুন। এবং আপনি
এরকম একটি ফরম পাবেন যেটা আপনাদেরকে পূরণ করতে হবে। এখানে আপনার ওয়েবসাইটের নাম এবং ওয়েবসাইট এবং আপনি যে দেশ হতে সেটা সিলেক্ট করুন।
এবার পাবলিকেশন সেটিং অপশনে ক্লিক করুন। Publication name এখানে অটোমেটিক আপনার ওয়েব সাইটের নামটি দেখাবে।
Primary language* আপনি আপনার ওয়েবসাইটের যে ভাষায় আর্টিকেল দেখবেন সেই ভাষা সিলেক্ট করুন।
Country* আপনি যে দেশ থেকে চালাচ্ছেন সেই দেশটি সিলেক্ট করে দিন।
এরপর এই পেজে আর কিছু করতে হবে না। উপরের ডান দিকে সেভ অপশন এ ক্লিক করে, নিচে নেক্সট বাটনে ক্লিক করুন।
- স্কোয়ার লোগো ক্ষেত্রে 512/512 পিক্সেল ব্যবহার করুন
- আপনার ওয়েবসাইটের যেই লোগো ব্যবহার করেছেন অবশ্যই সেই লোগোটি ব্যবহার করবেন।
- এবং আপনার ওয়েবসাইটের লোগোটি wide* hight 400*80 করে এর দুটো লোগো দিন।
- একটা একটাতে হালকা কালার ব্যবহার করুন একটাতে ভাড়ি কালার ব্যবহার করুন।
- এবং আপনার ওয়েবসাইটের 2-1 টি নিউজ রিলেটেড পোস্ট রাখুন। টাইটেলে news লেখা যাতে থাকে।
- আপনার গুগল নিউজ এপ্রুভাল এর জন্য এই পয়েন্ট কয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং কয়টি ভালোভাবে দিন আপনার সাইট google news approval 100 তে 100 পার্সেন্ট হবে।
Contacts নিচের কন্টাক্ট option এ আপনার একটি জিমেইল। দিতে হবে যেটাতে আপনাকে google news সম্পর্কিত নোটিফিকেশন দিবে।
ছবিগুলো আপলোড করা হলে contact gmail দেওয়া হলে উপরের ডান দিকে সেভ অপশন এ ক্লিক করুন।
উপরে ডানদিকে সেভ অপশন এ ক্লিক করার পর আপনার এই অপশনের কাজ শেষ। এখন ব্যাক বাটন এ ক্লিক করে পিছনে চলে আসুন।
এবা নিচে google news আপশনে ক্লিক করুন, উপরে ডান দিকে এডিট অপশনে ক্লিক করুন।
Publication description* এই স্থানে আপনার ব্লগে যে ডিসক্রিপশন লিখেছেন সেটি কপি করে এখানে পেষ্ট করে দিন।
Publication category* আপনার ব্লোগের বিষয় যেটি সেটি সিলেক্ট করে দিন। যদি আপনার ব্লগের বিষয়ে সঙ্গে না মিলেছে তাহলে যেকোনো একটি সিলেক্ট করে দিন।
Countries- এখানে world-wide করা থাকবে ওটাই রেখে দিবেন।
Google properties- এখানে যা আছে ওটা রেখে দিবেন।
এখন উপরে ডানদিকে save option এ ক্লিক করে নিচে ডান দিকে next অপশনে ক্লিক করুন।
Sections- এখানে সেকশন অপশনে আপনাকে rss অথবা atom ফিড দিতে হবে।
rss feed generate
• এছাড়াও সরাসরি আপনি যদি গুগোল ফিডবার্নার ব্যবহার করে rss ফিড অথবা atomatom ফিড তৈরি করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করুন।
এখন উপরে ডানদিকে save option এ ক্লিক করে নিচে ডান দিকে next অপশনে ক্লিক করুন।
এখানে বিভিন্ন রিভিউ অপশন দেখাবে সেখানে আপনার একটি কন্টাক্ট ফর্ম পূরণ করতে হবে/ যেটা আমরা সাধারণভাবে এগ্রিমেন্ট ফ্রম হিসেবে চিনি। এখানে আপনার নাম ইমেইল নাম্বার কোম্পানির নাম চাইবে সে ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের নাম দিলেই হবে।
0 comments:
Post a Comment