গুগল হোস্টিং থেকে একটি কাস্টমস ইমেল কি ভাবে তৈরি করবেন? Create a customs email from google hosting?

 সম্পূর্ন ফ্রীতে গুগল হোস্টিং এর মাধ্যমে কাস্টম ইমেইল তৈরি করুন। Create custom emails with Google Hosting for free


যারা blogger.com হোস্টিং ব্যবহার করে ওয়েব সাইট পরিচালনা করছেন তাদের জন্য কাস্টম ডোমেইন তৈরি করাটা খুবই কষ্টকর হয়ে পড়ে। অনেকেই জানেনা যে কিভাবে blogger.com থেকে কাস্টম ডোমেইন তৈরি করতে হয়। আজকে আমরা blogger.com থেকে কাস্টম ডোমেইন ক্রিয়েট করে দেখাবো।




যারা কাস্টম ডোমেইন কিনে ব্লগার হোস্টিং ব্যবহার করেন তারা এই সুবিধাটি ব্যবহার করতে পারবেন।যারা ফ্রি ডোমিন ব্যাবহার করেন blogspot.com তারা এই সুবিধা করতে পারবেন না। আপনি কি এখনো কাস্টম ডোমিন কিনে থাকলে এই সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

Create a customs email from google hosting

১। এর জন্য আপনাকে প্রথমে প্রয়োজন একটি সাধারন জিমেইল একাউন্টের। যে জিমেইল একাউন্টে আপনি কাস্টম ডমিনের মেইল ফরোয়ার্ড করতে যাচ্ছেন। আপনি যদি আপনার ব্যবহৃত জিমেইল ব্যবহার করতে চান সেক্ষেত্রে কোন সমস্যা নেই অন্যথায় নতুন একটি জিমেইল খুলে নিতে পারেন। এর জন্য আপনাকে জিমেইল এ গিয়ে জিমেইলে টু-স্টেপ ভেরিফিকেশন অপশন টি ওপেন করে দিতে হবে।

২। এর জন্য আপনি যে জিমেইল এ কাস্টম মেইল ফরোয়ার্ড করতে চাচ্ছেন। সে জিমেইলে লগইন করার পর, অথবা যদি আপনি আপনার বর্তমান জিমেইল একাউন্ট করতে চান তাহলে আপনার গুগল ক্রোম ব্রাউজার এ গিয়ে  https://myaccount.google.com/security এই লিংকে ক্লিক করে সরাসরি আপনার জিমেইল সেটিং এ চলে যান। সেখান থেকে নিচে গিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি চালু করে দিন এখানে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন অপশনটি চালু করে রাখুন।

৩। এবার আপনারা সরাসরি https://myaccount.google.com/apppasswords এই লিংকে ক্লিক করুন। আপনার জিমেইল এর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার 

Create a customs email from google hosting
এই রকম একটা পেজ আসবে সেখানে app সিলেক্ট করে others option select করুন। কোন কিছু না বুঝলে উপরের ছবিটাতে বিস্তারিত দেখুন।

৪। others  অপশন সিলেক্ট করার পর এবার

Create a customs email from google hosting
এরকম একটা ছবি দেখতে পারবেন। এখানে আপনারা নিজের ইচ্ছামত যা ইচ্ছা লিখে দিন, আমি এখানে বিজনেস ইমেইল লিখে দিলাম। এবার জেনারেট অপশনে ক্লিক করুন। রেনাল্ট অপশনে ক্লিক করার পর এরকম
Create a customs email from google hosting
একটা পাসওয়ার্ড সহ পেজ ওপেন   হবে। এবার আপনারা পাসওয়ার্ডটি কপি করে আপনাদের নোটপ্যাড এ সেভ করে রাখুন। (অথবা এই ট্যাব এইরকমই রেখে অন্য একটি ট্যাব নিয়ে কাজ করুন)

৫। এখন আপনারা আপনাদের ব্রাউজার থেকে সরাসরি https://improvmx.com/ এই ওয়েবসাইটে ভিজিট করুন। এখন

Create a customs email from google hosting
উপরের ছবির মত একটি পেজ দেখতে পারবেন। এখানে প্রথমে যে মার্কিং করা স্থান আছে সেখানে আপনার যে ডোমেইন কিনেছিলেন সেই কাস্টম ডোমেইন নেমটি দিন। এবং আপনার  ই-মেইল অ্যাকাউন্টটি টু স্টেপ ভেরিফিকেশন ঠিক করলেন এবং একটি পাসওয়ার্ড পেলেন সেই জিমেইল টি এখানে দিন। দেওয়ার পর জেনারেটর অপশনে ক্লিক করুন। (বিশেষ দ্রষ্টব্য আপনার ডোমেইন এর ক্ষেত্রে www ব্যতীত আপনার ডোমেইন নেমটি বসিয়ে দিন।)

৬। এবার আপনি যে জিমেইল একাউন্টে দিয়েছেন সে জিমেইলে একটি লিংক গিয়েছে আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে তাদের ট্রামস কন্ডিশনে এগ্রি করে দিন। এবার আপনারা অটোমেটিক পূর্বের মেনুতে ফিরে যাবেন।

৭। এখন আপনাদেরকে ইমেইল ফরওয়ার্ডিং সেটআপ অপশনে ক্লিক করতে হবে। এরপর ওখানে ক্লিক করার পর আপনারা 

Create a customs email from google hosting
এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে লাল মার্কিং করা অপশন গুলো আপনারা একটু ভালো করে দেখুন এগুলো সেটিং গুলো ঠিক করতে হবে। এখন সবার প্রথমে প্রথম অপশনটি তে ক্লিক করে যেটা ভেলু ১০ আছে টা  প্রথম অপশন এর লিংকটি (mx1.improvmx.com)  কপি করে নিন।

৮। আপনার ডোমেইন এর যেখান থেকে ক্রয় করেছেন সেই ওয়েবসাইটে লগইন করুন এবং আপনার ডিনএজ dns ম্যানেজমেন্ট সেটিং অপশনে ক্লিক করুন। Host Name - Record Type - Address - Priority এখানে আপনারা
Create a customs email from google hosting
এরকম চার টি অপশন দেখতে পারবেন।
1. host name- এখানে আপনারা  @ বসিয়ে দিন
2. Record Type - MX(Mail) এই অপশনটি সিলেক্ট করে দিন
3. Address- ভ্যালু 10 বরাবর যে লিঙ্কটি কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করুন।
4. Priority- 10 বসিয়ে দিন।

৯। এবার আপনারা ভেলু 20 বড়া বড় যে (mx2.improvmx.com) লিংক টি আছে সেটা কপি করুন। এবার আবারো আপনার হোস্টিং এগিয়ে উপরের মত এগুলো বসিয়ে দিন। Priority শুধুমাত্র এই অপশনে 10 এর পরিবর্তে 20 বসিয়ে দিন।

১০।  এবার 7 নং সিরিয়ালে যে ছবিটা আছে সেই ছবিটা সবার নিচে যে লিঙ্কটি মার্কিং করা আছে আপনারাও আপনাদের ওয়েবসাইটে এরকম একটি লিংক দেখতে পাবেন সেই লিংকটি কপি করে আবার আপনাদের হোস্টিং এ চলে যান।
1. host name- এখানে আপনারা  @ বসিয়ে দিন
2. Record Type - SPF(Txt) এই অপশনটি সিলেক্ট করে দিন
3. সবার নিচে যেয়ে দৃষ্টি পেয়েছেন যে লিঙ্কটি পেয়েছেন সেটি কপি করে এখানে পেস্ট করে দিন।
4. প্রায়োরিটি ঘরটা ফাঁকা রাখুন এবার সেভ করে নিন।

সেভ করে দেওয়ার পর আপনার পেজটি রিফ্রেশ করে নিন। এখন আপনি আবার https://app.improvmx.com/domains/ এই লিংকে ফেরত এসে আপনার পেজটি রিফ্রেশ করে নিন। এখন আপনারা 

Create a customs email from google hosting
উপরের মত Email forwarding active এই অপশনটি দেখতে পারবেন।

১১। এবার আপনারা উপরের লাল মার্কিং করা স্থান Aliases এই অপশনে ক্লিক করুন। এবার

Create a customs email from google hosting
উপরের ছবির মত লাল মার্কিং করা স্থানে আপনার যে নামে ইমেইল প্রয়োজন সে নাম বসিয়ে দিন এবং অ্যাড অপশন এ ক্লিক করুন যত ইচ্ছা বসিয়ে নিন। এখন চাইলে আপনার আনলিমিটেড ইমেইল তৈরি করতে পারেন।

১২। এখন এখানে আপনি যে জিমেইল একাউন্ট টি দিয়েছেন সেই জিমেইলে একটি কনফার্মেশন কোড গিয়েছে, সেই কনফর্মেশন কোড থেকে সেটি কনফার্ম করে দিন।

১৩। এখন আপনি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যান, সেটিকে ডেক্সটপ মোডে করে দিন। এবার গুগল ক্রোম ব্রাউজার হতে আপনার মেইল বক্স এ চলে যান।  সেটিংস এ চলে যান, সেখানেতে অল settings-এ ক্লিক করুন। 

Create a customs email from google hosting
এবার এইরকম একটা মেনু আসলে account and import  সেটিং এ ক্লিক করার পর add  email অপশনে ক্লিক করুন। সেখানে আপনারা এইরকম 
Create a customs email from google hosting
একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি আপনার পছন্দের ই-মেইল অ্যাকাউন্টটি দিয়ে দিন। কাস্টম ই-মেইল অ্যাকাউন্টটি যেটি আপনি ইমপ্রুভ io ওয়েবসাইটগুলোতে ক্রিয়েট করেছেন। এখানে নামের ঘরে আপনি আপনার ব্যবসার নাম দিন অথবা আপনি মেইল করলে যে নামটি দেখাতে চাচ্ছেন সেটি দিয়ে দিন।

১৪। এখন আপনাদের সামনে 

Create a customs email from google hosting
এরকম একটি পেজ আসবে। এখানে আপনাদের smtp server মেইল সার্ভার এর স্থানে (smtp.gmail.com) এই লিংকটি লিখে দিন। username ইউজারনেম এর জায়গায় আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট নাম্বারটি দেন, যে জিমেইল একাউন্টে মেইল ফরোয়ার্ড করতে চাচ্ছেন। এবং প্রথমে যে পাসওয়ার্ডটি সেভ করেছিলেন সে পাসওয়ার্ডটি, পাসওয়ার্ড এর ঘরের সঠিকভাবে দিয়ে দিন এবং add একাউন্ট অপশনে ক্লিক করে দিন।

১৫। এখন আপনার কাস্টম ইমেইলে একটি মেইল চলে গিয়েছে সেই মেইল একটি কনফার্মেশন কোড আছে এবং আপনার পেইজে একটি কনফার্মেশন কোড বসানোর স্থানে রয়েছে। আপনারা সেই কনফর্মেশন কোড টি কপি করে এই স্থানে বসিয়ে দিন। এবং ভেরিফাই করে দিন আপনার কাজ শেষ।

এখন পাঁচ দশ মিনিট অপেক্ষা করুন 5 - 10 মিনিটের ভিতর আপনার মেইলটি এড হয়ে যাবে। তখন আপনি এই মেইল থেকে মেইল রিসিভ করতে পারবেন এবং মেইল পাঠাতে পারবেন। পাঠানোর জন্য আপনারা শুধু from এই স্থানে ক্লিক করলে তখন আপনাদের কাস্টম জিমেইল দেখাবে তখন সেটি সিলেক্ট করে কাউকে মেইল পাঠালে মেইন চলে যাবে সেই কাস্টম ইমেইল হতে।

বিশেষ দ্রষ্টব্য কাস্টম ইমেইল ওদের কাউকে ইমেইল করলে সেই ইমেইলটি তার প্রমোশনাল মেইলবক্সে যুক্ত হবে। আপনি যদি টেস্ট করার জন্য করেন তাহলেও আপনার প্রমোশনাল মেইল বক্স টি চেক করবেন।

প্রশ্নঃ একটা ইমেইল এ কয়টি কাস্টম ইমেইল যোগ করা যাবে?
উত্তরঃ একটা ইমেইল এর যত ইচ্ছা আপনি কাস্টম ইমেইল এড করতে পারবেন সংযুক্ত করতে পারবেন।

প্রশ্নঃ কাস্টম ইমেইল সংযুক্ত করার ক্ষেত্রে বারবার কি আপনার ডোমেইন সার্ভার এ গিয়ে  mail mx file  যোগ করতে হবে?
উত্তরঃ একবার যদি কাস্টম ইমেইল এর জন্য এপ্লাই করে দেন, তাহলে আপনি যতগুলো ইমেইল খুলবেন, আর কোন বার আপনাকে আপনার ডোমেইন হোস্টিং সার্ভার এর ওখানে যেতে হবে না।

প্রশ্নঃ বারবার কি ইমেইলের সকল সেটিং করতে হবে?
উত্তরঃ নতুন মেইল করলে আবার পূর্বের ন্যায় নতুন করে সেই মেইল সংযুক্ত করতে হবে। এর জন্য আপনারা 13 নং প্যারা টি দেখুন। আপনার টু স্টেপ ভেরিফিকেশন এর স্থানের যে কাজ ছিল সেখানে আর কোন কাজ করতে হবে না।

প্রশ্নঃ নতুন কোন মেইলে সংযুক্ত করলে কি তখন ডোমেইনে যোগ করতে হবে।
উত্তরঃ আপনি যত ইচ্ছা মেইন যোগ করতে পারেন বা নতুন মেনে নিতে পারেন আপনাকে আর ডোমেইনের যেতে হবে না।

প্রশ্নঃ নতুন মেইল এ কি সম্পূর্ণ সেটিং আবার প্রথম থেকে করতে হবে?
উত্তরঃ জি নতুন মেইল করলে আবার সম্পূর্ণ সেটিং প্রথম থেকে যা করেছেন এই মেইলেও সেই কাজগুলো করে দিলে হয়ে যাবে।

#how to create, #How to Set Up, #how to make, #how to create a Fiverr account, #how to create a Fiverr gig, #how to create a professional gig on Fiverr, #how to create a website, #how to create a youtube channel, #how to create a blog, #how to create Google Adsense account, #how to create Adsense account for youtube, #how to create VPN, #how to create a video, how to create search console, #how to create SEO for the website, #how to create a website for free, #free website create, #how to create google analytics account
Share on Google Plus

About NDTV24

0 comments:

Post a Comment