আপনি ব্লগিং করতে চাইলে বা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিতে চাইলে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখা খুবই জরুরী এবং আপনার কপি পেস্ট মুক্ত একটি আর্টিকেল অবশ্যই হতে হবে। গত পর্বে আমরা শিখেছি কিভাবে একটি ব্লগার সাইট খুলতে হয়, এবং ব্লগার এর বেসিক সেটিং এবং ব্লগার একাউন্ট কে গুগল সার্চ কনসোলে যোগ করা।
১। আমরা যখন কোন আর্টিকেল লিখব আমরা কারো কোন পোস্ট দেখে লিখব না। ( কারন আমরা যারা নতুন ব্লগ ইনসিকি ইউটিউব দেখে শিখতে চাই আর সেখানে অবশ্যই তারা বলে থাকে আর্টিকেল লেখার আগে অন্য কারো পোস্ট দেখে নিবেন তারা কিভাবে লিখেছে। আপনি যখন তার টা দেখে লিখতে যাবেন দেখবেন আপনার পোস্ট তার মতোই হয়ে গেছে। আর যখন আপনার পোস্ট বা ব্লগ অন্য কারো মত দেখতে হয়ে যাবে সেটা যদি আপনার কপি পেষ্ট না হয় তাও এ গুগল এডসেন্স পেতে ঝামেলা হবে) ( যদি আপনি কোন বিষয় না জানেন প্রথমে আগে সেই বিষয় নিয়ে সমস্ত বিষয় গুলো খুব ভালোভাবে দেখে নিবেন আগে নিজে সেই বিষয়ে প্রাক্টিস করবেন। তারপর সেই বিষয়ের উপর লেখা শুরু করবেন। যখন আপনি নিজে প্র্যাকটিস করে লেখা শুরু করবেন তখন সেই বিষয়ে আপনি যুগোপযোগী এবং আপডেট একটি আর্টিকেল লিখতে পারবেন)
২। আপনি যে বিষয় নিয়ে লিখতে চাচ্ছেন সেই বিষয়ে গুগোল এ ইংলিশে সার্চ করুন, দেখুন সেখান থেকে কি কি ধরনের কিওয়ার্ড দেখাচ্ছে এবং সেই কিবোর্ড এর উপর আপনি কোন বিষয়টির উপর ভালো লিখতে পারবেন সেই কয়টি বিষয় কপি করে আপনার নোটপ্যাডে রাখুন। ( যদি আপনি ব্লগিং এর নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার খুব ভালো করে কিওয়ার্ড রিসার্চ করার কোন প্রয়োজন নেই। গুগল থেকে যে কিওয়ার্ডগুলো পাবেন সেগুলো নিয়ে লেখা শুরু করে দিন)
৩। এবার আপনি বাছাইকৃত 5 থেকে 10 টি কিওয়ার্ড পেলে সেগুলো নিয়ে সরাসরি নোটপ্যাডে রাখার পর আপনার ব্লগারে চলে যান। ব্লগারের যাওয়ার জন্য https://www.blogger.com/blog/posts/ এই লিংকে ক্লিক করুন। এখন নিচের + এ ক্লিক করে আপনি আর্টিকেল লেখা শুরু করতে পারবেন।
এখন লেখার শুরুতে প্রথমে যে কী-ওয়ার্ডটি দিবেন সেটি দিবেন এমন ভাবে যে আপনি কি এ বিষয়টির উপর পোস্ট লিখতে চাচ্ছেন সেই বিষয়টি এক লাইনের ভিতর লিখে দিবেন। (উদাহরণস্বরূপ আমার এই পোস্টের টাইটেল - ব্লগারে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার কৌশল)
আপনি যে বিষয়ে লিখবেন সেই বিষয়ে একটি টাইটেল লেখার পর, ইন্টার দিয়ে নিচে নামবেন এবং সেই বিষয়ের উপর পোস্ট লেখা শুরু করবেন। 3-4 লাইন বা 5-7 লাইন লেখার পর পর একটি করে ইন্টার দিবেন। উদাহরণস্বরূপ আপনি এই পোস্টটি দেখতে পারেন কিভাবে লেখা হয়েছে। এখানে ফোনে লিখলে চার থেকে পাঁচ লাইন দিবেন আর যদি কম্পিউটারে লেখেন দুই থেকে তিন লাইন।
প্রতিটি পোস্টে অবশ্যই কমপক্ষে একটি ছবি ব্যবহার করবেন। ছবি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ইউনিক ছবি ব্যবহার করবেন কারো কপি পেস্ট করা কোন ছবি ব্যবহার করবেন না।
আপনারা খুব সহজে ক্যানভা ডিজাইনার থেকে 2-1 মিনিটের ভিতরে একটি ইউনিক্স ছবি তৈরি করে নিতে পারবেন।
অন্য পোস্টের ভিতরে কি কি কাজ করতে হবে কিভাবে করতে হবে এবং ক্যানভা ডিজাইন দিয়ে কিভাবে খুব সহজে 2-4 মিনিটে একটি ছবি ডিজাইন করবেন সকল বিষয়ে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে।
how to write seo content- আপনি যে ছবিটি আপলোড করবেন সেই ছবিটির নামটা রিনেম করে আপনার পোস্টে ব্যবহৃত টাইটেলটি সেই নামের স্থানে বসিয়ে দিন।
how to write an article- আপনি যদি আপনার টাইটেল টি সম্পূর্ণ বাংলায় লেখেন ব্লগার এক্ষেত্রে সে ক্ষেত্রে আপনি কাস্টম একটি নাম তৈরি করে নিবেন। কাস্টম নাম তৈরি করার জন্য সেটিংস এ ক্লিক করে পার্মালিনক এ ক্লিক করুন।
how to write seo friendly article- সার্চ ডিসক্রিপশন যেটা আপনার সেটিংস এ গিয়ে নিচে পাবেন সেখানে অবশ্যই 150 ক্যারেক্টারের একটি সুন্দর আর্টিকেল লিখে দিবেন। অথবা আপনি যে পোস্টটি লিখেছেন সেই পোষ্টের বিষয়বস্তু 150 কারেক্টারের ভিতর লিখে দিবেন। অথবা আপনার পোষ্টটি লিখেছেন সেখান থেকে যেকোনো দুইটি লাইন এবং কপি করে সেখান দিয়ে দিবেন।
গুগল ছাড়াও অন্যান্য বিভিন্ন ট্যাগ জেনারেটর এর মাধ্যমে কোন কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবেন। আপনি গুগলের tag generator লিখে সার্চ করলে, যে ওয়েবসাইট গুলো পাবেন প্রথমে সেগুলোতে ক্লিক করুন। এবং আপনি যে বিষয়ের উপর লিখতে চাচ্ছেন সেই বিষয় নিয়ে লিখে সার্চ করুন। তাহলে তো আর আপনাকে এইরকম কিছু কিওয়ার্ড দিবে। (উদাহরণস্বরূপ আমি https://rapidtags.io/generator এই ওয়েবসাইট হতে আমার এই পোস্টের জন্য কিছু কিওয়ার্ড নিলাম, how to write seo friendly article, how to write seo friendly article on wordpress, how to write an article, how to write seo friendly article in blogger, how to write article, how to write seo content, how to write a blog post, how to write seo friendly blog posts, how to write seo friendly article in wordpress, write seo optimized article, how to write seo friendly blog post, how to write seo friendly articles, how to write perfect seo friendly articles এখানে প্রতিটা আর্টিকেল এরপর একটি করে কমা দেওয়া থাকবে আপনারা তোমার ওখানে স্পেস দিয়ে প্রতিটি আলাদা আলাদা করে প্রতিটি প্যারাগ্রাফ এর সঙ্গে দিতে পারেন)
0 comments:
Post a Comment