কিভাবে ব্লগস্পট দিয়ে একটি SEO ওয়েবসাইট তৈরি করবেন, how to create a seo friendly website by blogspot

 কিভাবে ব্লগস্পট দিয়ে একটি SEO ওয়েবসাইট তৈরি করবেন, how to create a seo friendly website by blogspot. 



কি ভাবে ব্লগার একটি একাউন্ট তৈরি করবেন এবং ব্লগার এর এসইও সেটিং করবেন। How to create a Blogger account and Blogger's SEO setting.

 

গুগলের ব্লগস্পট সাইট দিয়ে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট খুলে খুব সহজেই আপনি এডসেন্স যুক্ত করুন। আজকে আমরা গুগলের যে ব্লগস্পট সাইট আছে সেইটা নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ফ্রিতে কিভাবে একটি ব্লগস্পট এসইও ফ্রেন্ডলি ব্লগস্পট সাইট খুলবেন এবং সেটিতে কিভাবে গুগল এডসেন্স পাবেন । 


আপনার কাছে বিষয়টি শুনে খুব সহজ মনে হলেও বিষয়টি কিন্তু অত সহজ নয়। কিন্তু আপনার এই বিষয়ে যদি খুব ভালো জানা থাকে এবং ভালো গাইডলাইন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই একটি এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট খোলার মাধ্যমে আপনি গুগল এডসেন্স পেতে পারেন। 

 

চলুন কথা না বাড়িয়ে চলে যাই শুধু সুজি কিভাবে আমরা একটি এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বা ব্লগ সাইট খুলবো। এজন্য আমাদের প্রথমেই প্রয়োজন পড়বে একটি জিমেইল অ্যাকাউন্ট।


জিমেইল একাউন্ট কিভাবে খুলতে হয় । এ বিষয়ে আশাকরি কাউকে কিছু বলতে হবে না আপনারা নিজেরাই খুলতে পারবেন আপনার বাড়ি প্রত্যেকেরই একটা করে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে।


কি করে একটি ব্লগার একাউন্ট খোলা যায়? How to open a Blogger account?

এখন কাজের কথায় আসা যাক আপনি যে কোন একটি ব্রাউজার এ যান আমি সাজেস্ট করব গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার জন্য। এখন সরাসরি www.blogger.com এই লিঙ্কে ক্লিক এর মাধ্যমে আপনি ব্লগারে প্রবেশ করতে পারবেন। 


এখান থেকে উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করেন ক্লিক করার পর। আপনি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন সেই রিলেটেড একটি টাইটেল দিন।






















উদাহরণস্বরূপ স্ক্রিনশটটি দেখতে পারেন। তারপর আপনার ব্লগের একটি এড্রেস দিতে হবে যেটি অবশ্যই ইউনিক হতে হবে। এর আগে কেউ এই ওয়েবসাইটে ওয়েবসাইটের নাম করেনি এরকম নতুন একটি ডোমেইন নেম দিতে হবে। আপনাদের সুবিধার্থে একটি স্ক্রীনশট মাধ্যমে দেখানো হলো।


এখন আপনি সেভ অপশন এ ক্লিক করলে আপনার একটি ওয়েবসাইট এবং হোস্টিং হয়ে গেল। এখন এটি গুগোল এ কিভাবে সই করাবেন কিভাবে পেজ লিখবেন কিভাবে পোষ্টে লিখবেন একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব।

ওয়েবসাইট তৈরী হয়ে গেলে














এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনারা অনেকেই এ পর্যন্ত নরমালি সবাই জানেন। এখানে আপনি + চিহ্নে চাপ দিয়ে পোস্ট লিখতে পারবেন।

কিন্তু যেহেতু আজকে আমাদের সাধারন এসইও সেটিংস  নিয়ে কথা শুধু আজকে আমি জানাব কিভাবে এটা করবে। এবং আপনার ব্লগস্পট সাইট থেকে গুগলে কিভাবে নিয়ে যাবেন গুগোল এ কিভাবে আপনার পোস্টটি কে ইন্ডেক্স করাবেন।


এখন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর সরাসরি সেটিং অপশনে ক্লিক করুন। Now after clicking on the Three Dot menu, click on the Settings option directly.

এখানে আপনি বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন প্রতিটি অপশন এর কি কি কাজ এবং সেই অপশন গুলো কি কি করতে হবে। কি কি করলে আপনার সাইট গুগলে দেখাবে। আমি সেগুলো বিস্তারিত step-by-step জানাবো। গুগোল এ পেজগুলো ইনডেক্স করার জন্য অবশ্যই এই সেটিং গুলো খুব ভালোভাবে দেখবেন।


গুগল ইন্ডেক্স সেটিং এর জন্য ব্লগারের সেটিং সমূহ: Blogger settings for Google index settings.


আপনি সেটিং এ যাওয়ার পর যা যা দেখতে পারবেন সেই স্টেপগুলো লেখা হয়েছে এবং সেগুলোর কাজ কি এবং এইও করার জন্য কি করতে হবে সেগুলো লেখা আছে।

Basic

নাম্বার ১-  Title- এখানে আপনার ব্লগের টাইটেল আপনি যে রিলেটেড ব্লগ খুলেছেন সেই রিলেটেড টাইটেল দিন।  অবশ্যই সেটি এসইও রিলেটেড হলে ভালো হয়।

 

নাম্বার ২-  Description- এখানে আপনি আপনার ব্লগের ডিসক্রিপশন লিখবেন।  আপনার ব্লগ কি যে বিষয়ের উপর লিখতে যাচ্ছেন সেই বিষয়ের উপর 500 ক্যারেক্টারের একটি ডিসক্রিপশন লিখতে পারবেন।  অবশ্যই এর ভিতর আপনি এসইও কিওয়ার্ড রাখবেন। 


নাম্বার ৩-  Blog language- ব্লগের ল্যাঙ্গুয়েজ কি হবে আপনি ব্লগের লেঙ্গুয়েজ কি বাংলায় লিখতে চাচ্ছেন নাকি ইংরেজিতে লিখতে চাচ্ছেন সে বিষয়ে লিখবেন আপনি যদি বাংলায় লেখালেখি করতে চান তাহলে এখানে বাংলা সিলেক্ট করে দিন অথবা ইংরেজিতে লিখলে ইংরেজি সিলেক্ট করে দিন।


এডাল্ট কন্টেন্ট :  Adult content

নাম্বার ৪ - Show warning to blog readers

নাম্বার 5-  Require age confirmation

আপনি যদি গুগল থেকে অ্যাডসেন্সে নিতে চান সে ক্ষেত্রে অবশ্যই এডাল্ট কন্টেন্ট 4 এবং 5 নাম্বার অপশনে দুটি অফ করে রাখতে হবে। এটি বাই ডিফল্ট ভাবে অফ করা থাকে তারপরও যদি কোনো কারণে অন করা থাকে আপনি অফ করে দিবেন।


নাম্বার 6-  Google Analytics property ID- এর জন্য আপনাকে একটি গুগোল প্রপার্টি এনালাইটিক আইডি খুলতে হবে এবং এখানে গুগোল ইউ এ কোডটি সংযুক্ত করতে হবে।  এটার কাজ হচ্ছে আপনি আপনার ভিজিটর দের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কোথায় থেকে ভিজিটর আসতেছে এবং সেই ভিজিটর গুলা ফোন দিয়ে চালাচ্ছে নাকি কম্পিউটার দিয়ে।


কোন দেশ থেকে সবকিছু বিস্তারিত এই আইডির মাধ্যমে জানতে পারবেন।  সাধারণভাবে যারা নতুন ব্লগার তাদের এই বিষয়ে এত কিছু না জানলেও চলে।  তাই যদি আপনি প্রাথমিক থেকে এই টিকেট না করতে চান তাও কোন সমস্যা নেই।


নাম্বার 7-  Favicon- হ্যাঁ ভাই কনে এখানে একটি আইকন সংযুক্ত করুন সেক্ষেত্রে আপনি গুগোল এ সার্চ করলে আপনার বাইডিফল্ট দিলে তার পরিবর্তে আপনি যে আইকনটি ব্যবহার করবেন সেটি দেখাবে।


নাম্বার 8-  Privacy Visible to search engines- বাই ডিফল্ট অন থাকে অবশ্যই অন করে রাখবেন যদি আপনি গুগোল এ আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিনে দেখাতে চান।


নাম্বার 9-  Publishing- এখানে আপনার কোন কাজ করতে হবে না। যদি আপনি কাস্টম ডোমেইন সংযুক্ত করতে চান সে ক্ষেত্রে এই অপশনে কাজ করতে হবে।


নাম্বার 10-   HTTPS redirect- এই অপশনটি বাইডিফল্ট অন করা থাকবে করা থাকবে আপনিও অন করে রাখবেন।


নাম্বার 11-  Permissions- অপশনের কাজ আপনি যদি কাউকে দিয়ে কাজ করাতে চান সে ক্ষেত্রে তার ই-মেইল সংযুক্ত করে দিতে পারবেন। এখানে রিডার এক্সেস অপশনটি অবশ্যই পাবলিক করে রাখবেন অন্যথায় আপনার ওয়েবসাইটটি কেউ দেখতে পারবেনা।


নাম্বার 12-  Posts- এখানে যেমন আছে তেমন থাকলেও কোন সমস্যা নাই কারন নেই এটাতে তেমন কোনো ক্ষতির কারণ নেই তেমন কোন লাভের কিছু নেই আপনার প্রয়োজন অনুযায়ী বাড়ায় কমায় দিতে পারেন।


নাম্বার 13-  Comments- এসইও এর জন্য আপনার কমেন্ট অফ ফেরত এমন কোন কাজ করতে হবে না কারণ এখানে বাইডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই আপনার জন্য বরং উত্তম।

নাম্বার 14-  Email- এর অর্থ নেওয়া আপনার কোন কাজ করতে হবে না এই অপশনটা অপশনাল হিসেবে ধরা যেতে পারে।


নাম্বার 15-  Formatting- এখানে আপনি আপনার দেশ অনুযায়ী টাইম জোন ঠিক করে নিতে পারেন। এছাড়া আপনার পোস্ট পাবলিশিং এর সময়ে আপনার সময়ের সঙ্গে ম্যাচ করবে না। এছাড়াও এখানে ফরম্যাট টা আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন সেটা ঠিক করে নিতে পারবেন।


নাম্বার 16-  Meta tags- এই অপশনটি এশিয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি অপশন আপনাকে অবশ্যই এই অপশনটি অন করে দিতে হবে আপনি যদি এসইও করতে চান এবং আপনার ওয়েবসাইটকে গুগোল এ নিয়ে যেতে চান। এটা অন করে দিলে সার্চ ডিসক্রিপশন এর ঘরটি উন্মুক্ত হয়ে যাবে। সেখানে আপনি 150 অক্ষরের একটি ওয়ার্ড লিখতে পারবেন। এটি অবশ্যই কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে বাছাইকৃত কিওয়ার্ডগুলো এই ডিসক্রিপশনে রাখবেন।


নাম্বার 17-  Errors and redirects-  কাজ হচ্ছে আপনার অভ্যন্তরীণ পোস্টের লিংক অন্য পোস্টের কি ডাইরেক্ট করতে পারবেন। কোন কারনে কোন পেজ ডিলিট করে দিতে চাচ্ছেন সেইটি গুগলের অ্যাড করা আছে সে ক্ষেত্রে আপনি সেই পেজটিতে ডাইরেক্ট করে অন্য পেজে দিয়ে দিতে পারেন।


নাম্বার 18-  Errors and redirects- আপনার এসইওর মূল কাজটিই ওখানে খুব ভালো করে এই অপশনটি দেখবেন।


নাম্বার 19-  Enable custom robots.txt- এই অপশনটি অন করে দেওয়ার পর নিচে কাস্টম ঘাট robot.txt একটি কোড দেওয়ার জায়গা আসবে সেখানে আপনি এই কোডটি দিয়ে দিন।

User-agent: 

Disallow: /search

Disallow: /category/

Disallow: /tag/

Allow: /

Sitemap: https://www.ndtv24.com/


এখানে  https://www.ndtv24.com/ এর পরিবর্তে আপনার ওয়েবসাইটের নামটি বসিয়ে দিন।

নাম্বার  20-  Enable custom robots header tags- এই অপশনটি অন করার পর নিচের তিনটি অপশন চালু হয়ে যাবে।


নাম্বার ১।  Home page tags- এখানে চাপ দেওয়ার পর আপনি all and noodp এই দুটি অপশন অন করে দিন নিচের ছবির মত



৩ নং অপশনে এই ছবির মত করে সেটিংস ঠিক করে নিন

নাম্বার  ২। Archive and search page tags- জাপানে যাবার পর নইন্ডেক্স এবং নোটিফিকেশন অন করে দিন নিচের ছবির মত




নাম্বার ৩। Post and page tags- এখানে চাপ দেওয়ার পর আপনি all and noodp এই দুটি অপশন অন করে দিন নিচের ছবির মত

ব্যাস আপনার ওয়েবসাইটের বেশি এসিও সেটিং ঠিক করা হয়ে গেছে। এখন গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটকে সংযুক্ত করতে হবে তাহলেই আপনার পোস্টগুলো গুগোল এ দেখানো শুরু করবে। গুগল সার্চ কনসোলে কিভাবে ওয়েবসাইট সংযুক্ত করবেন সে বিষয়ে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।


এছাড়াও কারো যদি ওয়েবসাইট সংক্রান্ত বেসিক সেটিং অথবা এডভান্স সেটিং সম্পর্কে কারো কোন তথ্য জানার থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করলে খুব দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে।

Share on Google Plus

About NDTV24

0 comments:

Post a Comment