ভবিষ্যৎ দুনিয়ার ইন্টারনেট প্রযুক্তির নামেই মেটাভার্স, মেটা প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে ভবিষ্যতে মানুষ একই স্থান হতে পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করা ছাড়াও সেই স্থানের বাস্তব অভিজ্ঞতা নিতে পারবে। মেটা এবং ইউনিভার্স এর সমন্বয়ে হয়েছে মেটাভার্স। যার অর্থ দাঁড়ায়- পৃথিবীর বাইরের জগৎ। যেখানে সশরীরে উপস্থিত না হয়েও প্রায় বাস্তবের মতো উপভোগ করা যাবে প্রায় সবকিছু।
বর্তমানে আমরা যেমন গুগল ম্যাপ থেকে বাংলাদেশে বসে থেকেও বিদেশের কোন একটা স্থান এর বিস্তারিত জানতে পারি। গুগল ম্যাপে রয়েছে ৩৬০° ভিডিও ছবি ইত্যাদি।
access metaverse
কেন মেটাভাস প্রযুক্তির কারণে আমরা শুধুমাত্র সেই স্থান গুলো দেখতে পারবো না। সেই স্থান এর কোন কিছু দেখার বা ছুয়ে দেখার অনুভূতি নিতে চাইলে সেটা ছুয়ে আনুভব করতে পারবেন।
অথবা ধরুন আপনি একটি নতুন গাড়ি কিনবেন, অবশ্যই ক্রেতা হিসেবে আপনি গাড়িটি চালিয়ে দেখতে চাইবেন। তো আপনি এখন বাংলাদেশে বাস করি আমেরিকাতে গাড়িটি পছন্দ হয়েছে। এই মুহূর্তে আপনার এমেরিকাতে যাওয়ার সময় হচ্ছে না।
এ কেমন হয় এখন যদি আপনি বাংলাদেশে বসে থেকে গাড়িটি চালাতে পারেন। হ্যাঁ মেয়েটা ভার্স প্রযুক্তির মাধ্যমে এমনই কিছু উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে যার মাধ্যমে আপনি দূরে বসে থেকেও সেই জিনিসটি ব্যবহার এর বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন।
best metaverse crypto projects
যেমন বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে মানুষ কোনো কিছুর সঙ্গে কথা বলে না সেই জিনিসের অনুভূতি নেয় বিষয়টা ঠিক সেরকমই হবে।
ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন....
ওয়েবসাইটের লোভেলু কন্টেন সমস্যার সমাধান করতে এই লিংকে ক্লিক করুন...
মেটা ভার্স এর মাধ্যমে কি কি করা যাবে?
a metaverse মেটা ভবিষ্যত প্রযুক্তি অন্যতম সম্ভাবনাময় নাম মেটা। যা ইতিমধ্যে বিশ্বের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে।
১। মেটা ভার্সে কেনা কাটা কেমন হবে?
বর্তমানে আমরা চাইলে বিশ্বের যেকোন স্থান হতে যে কোন কিছু অনলাইনের মাধ্যমে ছবি বা ভিডিও দেখে অর্ডার করতে পারি। buy land in metaverse কিন্তু মেটা ভার্স এর প্রযুক্তির কারণে মানুষ নিজের প্রয়োজনীয় পছন্দের জিনিসটি ছুঁয়ে দেখতে পারবে এবং ব্যবহার করার অনুমতি পেতে পারবে। তার পর পছন্দ হলে সেটি ক্রয় করতে পারবে। buy land in metaverse
উদাহরণঃ আপনি বাংলাদেশের ঢাকায় বসবাস করেন, আপনার আমেরিকার কোন একটা দোকানের কোন একটা টি-শার্ট পছন্দ হলো। আপনি তখন সেটি সেই দোকানে এ প্রবেশ করে সেটি গায়ে দেওয়ার অনুভূতি নিয়ে টি শার্ট ক্রয় করতে পারবেন। এবং বাস্তবে গায়ে দিলে আপনি যেমন অনুভূতি পেতেন মেটা ভার্স প্রযুক্তি তেও আপনি অনুরূপ অনুভূতি পাবেন।
২। মেটাভার্স প্রযুক্তির ফলে ভ্রমণ জগতটা কেমন হবে?
বর্তমানে আপনার পৃথিবীর কোন স্থান দেখার ইচ্ছা হলে আপনি হেট ইউ গুগল ম্যাপের মাধ্যমে দেখে নিতে পারেন। অথবা গুগোল স্ট্রিটভিউয়ের মাধ্যমে সেই স্থানের কাঙ্ক্ষিত অবস্থান দেখে নিতে পারেন। মেটা প্রযুক্তি সম্পন্ন হলে এর মাধ্যমে আপনি শুধুমাত্র সেই স্থানটি দেখা নয় আপনি সেই স্থানের বাস্তব ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবেন ঘরে বসেই। মেটা প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে বিশ্বের যেকোন স্থানে ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন।
উদাহরণঃ আপনি যশোর জেলায় বসবাস করেন। সেখান থেকে আপনার কক্সবাজার জেলা দেখার ইচ্ছা হল। কক্সবাজার জেলার খোলা সমুদ্র হাওয়া খাইতে ইচ্ছে হলো। কোন ব্যাপার না আপনি মেটাভার্স প্রযুক্তির মাধ্যমে আপনার বাড়িতে বসে কক্সবাজারের ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা সহ অনুভূতি গ্রহণ করতে পারবেন। ( কথাগুলো শুনে অবাস্তব মনে হলেও এটাই সত্য, এই বিষয়টি কাজ করবে ভার্চুয়াল রিয়েলিটি যেভাবে কাজ করে। সেই প্রযুক্তি ব্যবহার করে)
৩। মেটা ভার্স ভিডিও কল বা কনফারেন্স কেমন হবে?
বর্তমানে আমরা কোথাও কথা বলতে গেলে শুধুমাত্র তাকে দেখতে পারি, এবং তার কথা শুনতে পারি। মেটাভার্স প্রযুক্তির মাধ্যমে শুধু ভিডিও কলে দেখা বা কনফারেন্স করে কথা বলা না। তাদের সঙ্গে বাস্তব সামনাসামনি বসে থাকার অভিজ্ঞতা নেওয়া যাবে। এবং আপনি চাইলে অপরজনকে ছুঁয়ে দেখতে পারবেন ছুঁয়ে সেইটার অনুমতি নিতে পারবেন।
উদাহরণঃ এই ভিন্নতার উদাহরণ দেওয়া যেতে পারে একটা বাস্তব ডিভাইস দ্বারা। চীন কিছুদিন আগে এমন একটি ডিভাইস আবিষ্কার করেছে, যার মাধ্যমে আপনি আপনার সঙ্গীকে দূরে থেকেও চুমা দিতে পারবেন। এবং সেই ডিভাইসে চুমা(kiss) করলে বাস্তব চুমার(kiss) এর মতো অভিজ্ঞতা নিতে পারবেন।
বিষয়টা খুবই অদ্ভুত মনে হচ্ছে, যদি চিন ইতিমধ্যেই এই প্রযুক্তি তৈরি করে ফেলতে পারে তাহলে ভবিষ্যৎ প্রযুক্তিতে মেটা সামনাসামনি ধরে ছুঁয়ে দেখার অনুভূতি তৈরি করাটা খুবই স্বাভাবিক।
৪। মেটাভার্সে গেমিং জগত
মনে করেন আপনি পাবজি গেম খেলছেন। আগে যেখানে আপনার হয়ে একজন প্লেয়ার গোলাগুলি করত। সেখানে মনে করেন আপনি নিজেই সেই মাঠে গিয়ে যুদ্ধ করছেন। বিষয়টা কেমন হবে? খুবই ভয়ানক তাই না।
ভয় পাওয়ার কিছু নেই, এটি শুধুমাত্র থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে, এমন একটি পরিবেশ তৈরি করবে যাতে মনে হবে যে আপনি নিজেই সেই পরিবেশে ঘোরাফেরা করছেন। অবশ্যই আপনি বাস্তবে সেখানে মরে যাবেন না।
(কিছুদিন আগে টিকটকের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখানো হয়েছিল যে টিকটক করা বাস্তব এবং টিক টক এর মাধ্যমে পার্থক্য ভুলে গিয়েছে। টিক টক এ তো আপনি এতটাও এক্সপেরিয়েন্স নিতে পারেন না যে আপনি সেখানে উপস্থিত আছেন)
আর যেখানে আপনি সশরীরে উপস্থিত হওয়ার অনুভূতি গ্রহণ করতে পারবেন। সে অনুভূতি কেমন হতে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন।
৫। মেটাতে কি কি করা যাবে
এই প্রযুক্তির মাধ্যমে কি কি করা সম্ভব তা ভবিষ্যতে বলে দিবে। সাধারণ তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যা বলা যেতে পারে।
এই প্রযুক্তিতে আপনার পরিবর্তে আপনার ভার্চুয়াল কপি অনলাইন জগতে বিচরণ করবে। এবং আপনার হয়েছে নেতৃত্ব প্রদান করবে। অবশ্যই আপনি তাকে যেভাবে চালাতে যাবেন সে সেভাবেই চলবে।
এখন আপনার ফেসবুক প্রোফাইলে বিজনেস প্রোফাইলে কেউ মেসেজ করলে তাকে অটো রিপ্লাই দেওয়ার উপায় আছে।
buy land in metaverse
তখন সেখানে আপনার ভার্চুয়াল এক কপি থাকবে। যা আপনার হয়ে আপনার ক্লায়েন্টকে নির্দেশনা দেবে এবং সমস্যার সমাধান দিবে।
আপনি যেমন আপনার একটি ভার্চুয়াল কপি খুব সহজেই তৈরি করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অনন্যা সকলেই তাদের ভার্চুয়াল কপি করে ফেলবে এটির মাধ্যমে।
আর এরই মাধ্যমে একে অপরের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা নেই অনলাইনের মাধ্যমে দেখা করতে পারবে এবং কথা বলতে পারবে।
মেটাভার্স প্রযুক্তি facebook metaverse release date
এই প্রযুক্তি নেতৃত্ব দিবে ফেসবুক facebook metaverse release date, ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গের নেতৃত্বে অলরেডি অনেক কোম্পানি apple, Microsoft, etc বড় বড় কোম্পানি গুলো কাজ শুরু করেছে। এবং বিনিয়োগ শুরু করেছে।
facebook metaverse release date ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ইতিমধ্যে মেটাভার্স প্রযুক্তির কাজ শুরু করার জন্য ইউরোপে 10 হাজার কর্মী নিয়োগ প্রদানের বিজ্ঞাপন প্রকাশ করেছে।
এই প্রযুক্তির সবথেকে বড় সমস্যা হতে পারে নেটওয়ার্ক। এই ধারণা করছেন প্রযুক্তিবিদরা। তারা বলেছেন ফাইভ-জি নেটওয়ার্ক বাজারে আসছে এই সমস্যার সমাধান হতে পারে।
মোটকথা পুরোপুরি ফাইভ-জি নেটওয়ার্ক আসার পর এই প্রযুক্তি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। ফেসবুক কেন মেটাভার্সে পরিণত হল....
মেটা প্রযুক্তিতে একজন কিভাবে ইনকাম করবে
মেটা প্রযুক্তির ফলে অনলাইন জগতে ইনকামের জন্য অনেক নতুন সোর্স সৃষ্টি হবে।
যেমনঃ আপনার দোকানের পন্যর জন্য এখন শুধু ছবি ব্যবহার করেন এবং ভিডিও ব্যবহার করেন। তখন আপনাকে থ্রিডি ভিডিও দিতে হবে এবং সেটি সম্পর্কে বিস্তারিত দিতে হবে যাতে গ্রাহক সেটি দূর থেকে অনুমতি নিতে পারে।
বলাই যেতে পারে সেই সময়ে এখনকার গ্রাফিক্স ডিজাইনিং এর মূল্য অনেকটা কমে যাবে।
যদিও এই প্রযুক্তি উন্নত বিশ্ব ওগুলো অনেক আগেই ব্যবহার করবে। আমাদের মত সাধারন উন্নয়নশীল দেশগুলো হয়তোবা অনেক পরেই এই প্রযুক্তি হাতে পাবে।
মেটা সংক্রান্ত সকল তথ্য জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন।
---------------------- search tag --------------------------
মেটাভার্স কি, মেটাভার্স, মেটাভার্স কিভাবে কাজ করে, মেটাভার্স কি?, মেটাভার্স বাংলা, মেটাভার্স অর্থ কি, মেটাভার্স কাকে বলে, মেটাভার্স কি কেন কিভাবে, মেটাভার্স সম্পর্কে জানুন, মেটাভার্স কী, মেটাভার্স অর্থ, মেটাভার্স কি কেন, how মেটাভার্সী, মেটাভার্স ইন্ট্র, ফেসবুক মেটাভার্স, মেটাভার্স কোম্পানি, ফেসবুকের মেটাভার্স, ফেসবুক কেন মেটাভার্সে পরিণত হল মেটাভার্স কি, মেটাভার্স প্রযুক্তি, মেটাভার্স থেকে ইনকাম, why মেটাভার্স meaning, meta, facebook meta, meta varse, meta varse top coin,meta verse, meta facebook, meta varse fb update,meta varse coin news today, meta verse coin, meta verse coins,mate varse,fb meta, meta varse coin price prediction, shiba meta varse announcement update, meta coin,meta verse coins in crypto, facebook new name meta, what is meta,meta 5 best coin,meta coin update,facebook name change meta 2021, meta and metaverse, meta coin 5 best coin,# meta, meta reality
0 comments:
Post a Comment